পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধে মামলায় ৯ জনের জামিন

প্রকাশঃ ২০২০-০৬-১৫ - ১৬:২৭

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় কেঁকচিবুনিয়া আলোচিত চিংড়ি ঘেরের বিরোধে প্রতিপক্ষ নুরু মিয়ার দায়ের করা মামলায় ৯ জন আদালত থেকে জামিন নিয়েছেন। সোমবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলর ১০ আসামীর মধ্যে ৯ জন আত্মসমর্পন করে জামিন আবেদন করলে শুনানীন্তে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেণ। জামিন প্রাপ্তরা হলেন নবীর আলী শেখ, মোঃ হুমায়ুন কবির,নাহিদ সরদার,ছানাউল্লাহ গাজী,টুলু গাজী, মাসুম হাওলাদার,আসলাম গাজী,মনিরুল শেখ ও টুটুল গাজী। উল্লেখ্য গড়ইখালী ইউপির হোগলারচক কেঁকচিবুনিয়াতে চিংড়ি ঘেরের ১২০ বিঘা সম্পত্তি নিয়ে নিয়ে খুলনার চাঁনমারী বাজারের নুরুমিয়া- জাকির সানা গং ও আশাশুনি উপজেলার খাজরা গ্রাম বর্তমানে হোগলার চকের নবীর আলী শেখ গংদের মধ্যে বছরের পর বছর ধরে বিরোধ চলে আসছিল। এ চিংড়ি ঘের নিয়ে ‘দু’পক্ষের মধ্যে বহুবার পাল্টা-পাল্টি দখল,সংঘর্ষ,হামলা -মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার দুপুরে নবীর আলী শেখ সহ ৪০ জমির মালিকরা এ ঘেরটির দখল বুঝে নিলে প্রতিপক্ষ জাকির সানার ভগ্নিপতি নুরুমিয়া বাদী হয়ে প্রতিপক্ষ নবীর আলী সহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এদিকে ইন্সপেক্টর( তদন্ত) মোঃ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। তবে স্থানীয়রা আশংঙ্কাবোধ করছেন যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।