পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় স্বত্ব দখলীয় বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নি সংযোগ ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউপির কালীদাশ পুর গ্রামে বৃহস্পতিবার রাতে।প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
থানার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার কালীদাশ পুর গ্রামের মৃত্যু সুলতান গাজীর পুত্র রেজাউল ইসলাম তাদের রেকর্ডীয় সম্পত্তি রাস্তার পশ্চিম পার্শ্বে চর ভরাটি জায়গায় পাকা বসত বাড়ী নির্মান পূর্বক পরিবার পরিজন নিয়ে দীর্ঘ দিন বসবাস করে আসছে। প্রতি পক্ষ মৃত্যু পাগলা গাজীর পুত্র আলম গাজী তাকে বসত বাড়ী থেকে উচ্ছেদের জন্য দীর্ঘদিন পায়তারা করে আসছে। তারই সুত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে আলম গাজী, পুত্র ইকবাল গাজী, রেজওয়ান গাজী,মকবুল গাজীর পুত্র নুন্তু (কসাই) মৃত্যু মহর গাজীর পুত্র তন্জি গাজী সহ কয়েক জন রেজাউল গাজীর বাড়ী হামলা চালিয়ে ব্যাপক মারপিট, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় বলে রেজাউল জানায়। প্রতি পক্ষের হামলায় রেজাউলের মা জরিনা বেগম, স্ত্রী সখিনা বেগম এবং ভাই শফিকুল আহত হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃদ্ধ মাতা জরিনার অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ওসি এজাজ শফী বলেন,সংবাদ শুনে ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
					 
                             
                             
                             
                             
                            