পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় যাতায়াত পথে কাছ দেওয়াকে কেন্দ্র করে ভাই-ভাই-ভাই দ্বন্দ্ব ও পারিবারিক বিরোধের জেরে হামলা মারপিটে ৩ জন আহত হয়েছে। এ পুলিশ মৃনাল মন্ডল, গনেশ- মাখন সরকার, ভানুমতি রায় সহ ৪ জনকে আটক করে রবিবার আদালতে পাঠিয়েছে। শনিবার বিকেলে দেলুটি ইউপির হরিনখোলা শহীদ করুনাময়ী স্মৃতি মঞ্চের পার্শ্বে এ ঘটনা ঘটেছে। জানাগেছে,বর্ষায় যাতায়াতের রাস্তায় জল- কাঁদা বাধলে কাঠের তক্তা বিছিয়ে চলাচলের ব্যবস্থা নিয়ে নিতাই মন্ডল ও কৃষ্ণপদ মন্ডল পরিবারের মধ্যে এ মারপিটের ঘটনা ঘটে। গুরুতর আহত রনজিতা মন্ডল খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের আহত অমরী মন্ডল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করছেন। অনেকেই দিনভোর আপোশের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় বিকাশ মিস্ত্রির স্ত্রী অমরী মিস্ত্রী বাদী হয়ে প্রতিপক্ষ মৃনাল মন্ডল, গনেশ সরকার,ভানুমতি, বিদেশ মন্ডল সহ ৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন,যার নাং-১৮। অন্যদিকে একই ঘটনায় কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে অনুরুপ অভিযোগ এনে নিতাই মন্ডলের ছেলে পিন্টু গংদের বিরুদ্ধে পাল্টা কাউন্টার এজাহার দায়ের করলে মামলা হয় যার নং-নং-১৯। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শনিবার বিকেলে পথে তক্তা বিছানোকে কেন্দ্র করে নিতাই মন্ডলের স্ত্রী রনজিতা ও প্রতিপক্ষ অমরী মন্ডলের সাথে তর্ক-বিতর্কের জেরে ঠেলা-ঠেলি ও হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে এ ঘটনার পর অমরী মোবাইলে তার বাপের বাড়ীতে খবর দিলে এক পর্যায়ে তার ভাই দারুনমল্লিকের গনেশ- মাখন, ভানুমতি গংরা বাড়ীতে হামলা চালিয়ে রনজিতাকে জখম করে আহত করে। এ সময় ঠেকাতে এসে মুক্তা ও অমরী মিস্ত্রীও মারপিটের স্বীকার হয়। এদিকে খবর পেয়ে আশপাশের লোকজন ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের তাড়া করলে মৃনাল -বিদেশ মন্ডলদের বাড়ীতে আশ্রয় নেয়। খবর পেয়ে দেলুটি ক্যাম্প পুলিশ মৃনাল সহ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ রিপোট লেখা পর্যন্ত ওসি মোঃ এজাজ শফী জানান,আটক ৪ জনকে আদালতে প্রেরনের কথা বলে দু’পক্ষই থানায় মামলা করেছেন।