পাইকগাছায় যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতন

প্রকাশঃ ২০১৮-০২-০২ - ১৯:৫৫

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় যৌতুকের দাবীতে পাষন্ড স্বামী ও তার ভাই / ভাবী মিলে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সদ্য বিবাহীত স্ত্রী সোনিয়াকে। ঘটনাটি উপজেলার পুরাইকাটি গ্রামে সকাল সাড়ে ৯ টায়। সোনিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৫/৬ মাস পূর্বে উপজেলার পুরাইকাটি গ্রামের আফছার শেখের পুত্র বাদশা শেখের সহিত চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কিনার আলীর কন্যা সোনিয়ার ইসলামী বিধান মতে ২লাখ টাকা দেনমোহর ধার্যে বিবাহ হয়। বিবাহের পর হতে যৌতুক লোভী স্বামী বাদশা স্ত্রীকে পিত্রালয় হতে টাকা আনার দাবীতে প্রায় মারপিট করে বলে সোনিয়া জানায়। এদিকে এক মাত্র কন্যার সুখ শান্তি চিন্তা করে পিতা পর্যায় ক্রমে বাদশার হাতে প্রায় দেড় লাখ টাকা তুলে দেন বলে কিনার আলী জানান। প্রায় ১৫ দিন পূর্বে সোনিয়াকে মারপিট করে ১ লাখ টাকা আনার জন্য পিত্রালয়ে পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সোনিয়ার শ্বাশুড়ি মোবাইলযোগে তার অসুস্থতার কথা বলে সোনিয়াকে নিয়ে আসে বলে সোনিয়ার পিতা জানান। কিন্তু এক দিন যেতে না যেতেই শুক্রবার সকাল আনুঃ সাড়ে ৯ টায় স্বামী বাদশা ভাই বিপুল সহ বাড়ীর লোকজন যৌতুকের টাকা আনা হয়নি এই দাবীতে নববধু সোনিয়াকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রাখে। সংবাদ পেয়ে কিনারের আত্মীয়স্বজন আহত সোনিয়াকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। রক্তাক্ত জখম স্থানে ৭ টি সেলাই দেওয়া হয়েছে বলে পারিবারিক সুত্রে দাবী করেছে। এ দিকে সোনিয়াকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।