আল-আমিন মিন্টু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদাররা এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে রোববার দুপুরে হাটাবো চান্দের টেক এলাকায়। আহত ইকবাল হোসেন জানান, গত তিন মাস আগে ইকবাল হোসেনের কাছ থেকে আরমান মিয়া ৫০ হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার আগে ২৬ হাজার টাকা পরিশোধ করে। বাকী টাকা নিয়ে সে দিনের পর দিন টালবাহনা করতে থাকে। রোববার দুপুরে পাওনা ২৪ হাজার টাকা চাইতে গেলে আরমানসহ তার লোকজনের সঙ্গে ইকবাল হোসেনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইকবাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় রূপগঞ্জ অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।