প্যানা সর্বস্ব রাজনীতিতে সুযোগসন্ধানীরা -পর্ব ৫

প্রকাশঃ ২০১৭-১২-২২ - ১৬:২৪

গোলাম মোস্তফা খান,খুলনা : টাকা ছাড়া বর্তমানে রাজনীতি হয় না। টাকা ছাড়া বর্তমানে নেতা হওয়া যায় না । টাকা না থাকলে কমিটিতে নাম ওঠে না। টাকা ছাড়া পদ পাওয়া যায় না। এমন সব কথাবার্তা প্রায়ই বলে থাকেন খোদ ক্ষমতাশীন দলের জেলা উপলোর শীর্ষ পদে থাকা নেতারা । নেতাদের কথা, কাজে ও রাজনীতির মাঠে বাস্তবে এমন মিল খুজে পাওয়া যায়,তাহলে বর্তমানে রাজনীতি কোথায় গিয়ে দাড়িয়েছে,সত্যিই ভাবনার বিষয়।খোজখবর নিয়ে হিসাব নিকাশে বাস্তবে দেখা যায় বিগত ৮/১০ বছরের মধ্য দলের যত কমিটি গঠন হয়েছে জামাত, বিএনপি, রাজাকার, রাজাকার পরিবারের সদস্য প্রতিটি কমিটিতে বড় বড় পদ দখল কওে বসে আছে।খুলনার দাকোপ,বটিয়াঘাটা ও কয়রা উপজেলার তৃন্নমূল পর্যায়ের ত্যাগী বেশ কয়েকজন নেতার সাথে আলাপ করলে জানান,নেতাদের ভাষন আর বাস্তবতা এক নয় ওনারা ভাষনে বলে এক আর কমিটিতে করে ভিন্ন, টাকা থাকলে কোন বিষয় না টাকা থাকলে আর টাকা খরচ করে সভা সমিতি,মোটর সাইকেলের বহর ও জেলা উপজেলা জুড়ে নেতাদের পছন্দ মত বড় বড় ছবি সম্বলিত প্যানায় প্যানায় ছেয়ে দিতে পারলে সেই সত্যিকারের নেতা এবং তারই কমিটিতে জায়গা পাওয়ার অধিকার আছে । সেই হতে পারবে নেতার কাছের লোক,বর্তমানে ত্যাগীট্যাগী বলে কোন কথা নেই। এ নিয়মেই চলছে দল।