ঢাকা অফিস : তিন দেশ সফর শেষে আজ ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে কাতারের দোহা থেকে ঢাকায় অবতরণ করবেন তিনি। এর আগে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ফিনল্যান্ড থেকে দোহায় আসেন প্রধানমন্ত্রী।
ফিনল্যান্ড, সৌদি আরব ও জাপান সফরে বেশ কয়েকটি চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে। এছাড়াও সৌদি আরবে ওমরা হজ পালন এবং হযরত মুহাম্মদ সাল্লেলাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন তিনি। সেখানে ১৪ তম ওআইসি সম্মেলনেও যোগ দেন। এরপর চৌঠা জুন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
এর আগে জাপানে ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনেও যোগ দেন তিনি। হলি আর্টিজান হামলায় হতাহতদের পরিবার এবং জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৮শে এপ্রিল ত্রিদেশীয় সফরের জন্য ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
 
					 
                             
                             
                             
                             
                            