ফকিরহাট সরকারি শেখ হাসিনা কারিগরি কলেজে নবীনবরণ  

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৩:২১

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সরকারি শেখ হাসিমা মহাবিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্তীদের ফুল দিয়ে বরন করেন অত্র কলেজের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার। এতে সাভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার।

ইংরেজি প্রভাষক উত্তম কুমার দে এর পরিচালনায় এসময় উপজেলঅ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য মেহেরুন্নেছা, অভিভাবক সদস্য খান আব্দুস ছাত্তার, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেসের বিভাগীয় প্রধান প্রভাষক শ্যামল কুমার সাহাসহ বিভিন্ন শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।