ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় কঠোর লকডাউনের ৮ম দিনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস বৃহস্পতিবার বিকালে ফুলতলা ও শিরোমনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ৪ প্রতিষ্ঠান ও ২ব্যক্তিকে মোট ১৩ হাজার ৭শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এর মধ্যে বিধি ভঙ্গ করে দোকান খোলায় শিরোমনি বাজারের মুদি দোকানদার আবু তালেব মিয়াকে ১০ হাজার ও ক্রেতা সিহানকে ৫শ’ টাকা এবং ফুলতলা বাজারের ফল ব্যবসায়ী আমিনুল ইসলামকে ১ হাজার, কম্পিউটার দোকান মালিক আশিকুর রহমানকে ১ হাজার, বলাই মিষ্টান্ন ভান্ডারের মালিক স্বপন করকে ১ হাজার ও মাস্ক না থাকায় খোকন বিশ্বাসকে ২শ’ টাকা ।