ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়ামিন। সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য শহর আলী, আবু মুছা, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ ইউনুচ আলী, আফরোজা, শেখ ইকবাল হোসেন, আঃ রহিম মোল্যা, সালমা খাতুন, সাবিনা ইয়াসমিন, তাপস কুমার মজুমদার, শেখ আঃ সালাম, এ এম মুরাদ হুসাইন, আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
					 
                             
                             
                             
                             
                            