ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার গাড়াখোলায় আব্দুল খালেক মোড়ল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল শুক্রবার। বিকাল ৩টায় স্থানীয় গাড়াখোলা স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আন্দুলিয়া একাদশ বনাম সুপার জুট মিলস্ লিঃ একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা চেয়ারম্যান ফেরদৌস আহম্মেদ ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ্ব আঃ সবুর মোড়ল, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আজহার আলী মোড়ল, ডাঃ আবু জাফর মোড়ল, অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ¦ মুস্তাফিজুর রহমান, আলহাজ¦ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান গাজী, প্রভাষক ডাঃ জাহিদুল ইসলাম।
 
					 
                             
                             
                             
                             
                            