ফুলতলা (খুলনা) প্রতিনিধি// গভীর রাতে ফুলতলায় শুক্লা স্মরণিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা তালা ভেঙে রুমে ঢুকে নগদসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস বলেন, বুধবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা বিদ্যালয়ের অফিস ও পর্যায়ক্রমে সকল কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। অফিস কক্ষের আলমারী ভেঙে নগদ ৬ হাজার টাকা, ব্যাংকের চেকবই এবং মূল্যবান দলিল দস্তাবেজ নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে এসআই বিশ^ানাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই রাতে ফুলতলার জামিরা সড়কের ভূষি মাল ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের আলকা এমসিএসকে সড়কস্থ বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারীতে রক্ষিত নগদ ৯০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে গত সপ্তাহে আলকা মধ্যপাড়া শহীন মোল্যার দোকানে চোরেরা ঘরের টিনের চাল কেটে ভিরতে ঢুকে নগদ টাকাসহ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে চুরিকৃত কোন মালামাল উদ্ধার ও কোন চোর আটক হয়নি।
 
					 
                             
                             
                             
                             
                            