ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় সহযোগি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ থাকায় গ্রাম আদালত সহকারীবৃন্দ করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনার জন্য বিভিন্ন এলাকায় পোষ্টার ও লিফলেট বিতরণ ও পারস্পরিক মতবিনিময় করছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ত্রান কার্যক্রম ও ভুক্তভোগীদের ভাতা প্রদান কার্যক্রমের সহযোগিতা দিয়ে যাচ্ছে। গ্রাম আদালত সহকারী হিসাবে আটরা গিলাতলা ইউনিয়নে শেখ আরজু হোসেন, দামোদর ইউনিয়নে রিম্পা খাতুন, জামিরা ইউনিয়নে সাবিনা খাতুন এবং ফুলতলা ইউনিয়নে ইসমত আরা দায়িত্ব পালন করছেন।