ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় শনিবার সকালে গাড়াখোলা গ্রামের সেকেন্দার আবু জাফর এর ঘেরের লক্ষাধিক টাকার মাছ লুট এবং ঘের পাড়ের কলাগাছ কেটে ক্ষতিসাধন করে। এ ব্যাপারে ফুলতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, গাড়াখোলা এলাকার ইয়াসিন সরদার ও তার সহযোগী মূসাসহ অজ্ঞাতনামা ৩/৪ জন সেকেন্দার আবু জাফর এর ঘেরের লক্ষাধিক টাকার মাছ লুট এবং ঘের পাড়ের কলাগাছ কেটে ক্ষতিসাধন করে। বিষয়টি জানতে গেলে ইয়াছিন ও মূসা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারতে উদ্যত হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।