ফুলতলা (খুলনা) প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় বিএম ইদ্রিস আলী (৬৩) নামে এক বৃদ্ধ কৃষক গুরুতর জখম হলে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা ঘটেছে শুক্রবার বেলা ২টায় ফুলতলার ধোপাখোলা পূর্বপাড়া জামে মসজিদ এলাকায়। তিনি ঐ গ্রামের মৃতঃ আরশাদ আলী বিশ্বাসের পুত্র। পারিবারিক সূত্র জানায়, কৃষক ইদ্রিস আলী ধোপাখোলা পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রৃতিপক্ষের দুই সহোদর অতর্কিতভাবে লাঠি ও লোহার রড নিয়ে তার উপর হামলে পড়ে। ইদ্রিস আলী মাথা, ডান হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছিল।