ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বুধবার দিবাগত রাতে ফুলতলার গাড়াখোলা প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন থেকে খুলনা র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠন মতিন-মেহেদী গ্রæপের ২ সদস্যকে আটক করেন।
আটককৃতরা হলো মাগুরার শ্যামপুরের পশ্চিমপাড়ার শফি উদ্দিন মোল্যার পুত্র মোঃ সাইফুল হাসান (৩০) এবং সুরোত আলী মোল্যার পুত্র মোঃ ইকরাম হোসেন (২৮)। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।