ফুলতলা (খুলনা) প্রতিনিধি :ব্যাপক উৎসাহ ও আন্দনঘন পরিবেশের মধ্য দিয়ে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়। এবার সোসাইটির ১৫ পদে ৩৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে সভাপতির ১টি পদে মোঃ ফিরোজ জমাদ্দার, মোঃ নজরুল ইসলাম মোল্যা ও হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, সাধারণ সম্পাদকের ১টি পদে সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওয়াহিদুজ্জামান মোল্যা নান্না ও মনির হাসান টিটো, সাংগঠনিক সম্পাদকের ১টি পদে মাহাবুব আলম মিঠুসহ আরও দু’ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সহসভাপতির ১টি পদে ৩জন, যুগ্ন সাধারণ সম্পাদকের ১টি পদে ৩জন, দপ্তর সম্পাদকের ১টি পদে ৩জন, কোষাধ্যক্ষের ১টি পদে ৩জন, ক্রীড়া সম্পাদকের ১টি পদে ২জন এবং সদস্যে’র ৭টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা ব্যাপক শোডাউনের মাধ্যমে সোসাইটির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আসলাম খানের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় কমিটির সদস্য সচিব মোঃ আজিজুল হক ফারাজি, সদস্য আলহাজ¦ শাহিদুল ইসলাম মোড়ল, দুলাল অধিকারী, মৃনাল হাজরা, খান সুলতান আহম্মদ, আহসানুল হক লড্ডন, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, শেখ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন
 
					 
                             
                             
                             
                             
                            