ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ দিনে দুপুরে ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে থেকে জোহর এর নামাজ চলাকালে এক মুসল্লির মটর সাইকেল চুরি করে নেয়ার সময় চোরকে এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলতলার দামোদর রেলষ্টেশন এলাকার এনায়েত হোসেন ছোটন তার ব্যবহৃত অ্যাপাসি মটরসাইকেলটি মসজিদ চত্বরে লক করে রেখে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করেন। এ সময় ভদ্রবেশী স্মার্ট চোর বাগেরহাটের খাঁরদুয়ার গ্রামের মৃত শামসুর শেখের পুত্র লিটন শেখ (৩৭) মাষ্টার কি দিয়ে আনলক করে মটরসাইকেল স্টার্ড করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে। তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করলে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি মাহাতাব উদ্দিন জানিয়েছেন।
 
					 
                             
                             
                             
                             
                            