বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের বসুরাবাদ গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছে। জানা গেছে, বসুরাবাদ গ্রামের বাদামতলা থেকে কিসমত ফুলতলার বরইতলা পর্যন্ত জনগুরুত্বপূর্ন এই রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিনের। এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন চলাচল করে। আশেপাশের ৩/৪ টি গ্রামের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ স্থানীয় মানুষদের নিত্য প্রয়োজনের তাগিদে উপজেলা সদরে যেতে হলে তাদের মারাত্বক দুর্ভোগ পোহাতে হয়। এই জনগুরুত্বপুর্ন রাস্তাটির দুই দিকে পিচ ঢালাই হলেও মাঝের প্রায় ৪ কিলোমিটার রাস্তা ইটের সোলিং দেওয়া আছে। অতি বৃষ্টির দিনে ছোট বড় যানবাহন চলাচলের কারনে ইটের সোলিং ভেঙ্গে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। এছাড়া খানা খন্দের কারনে প্রতিনিয়ত ছোট বড় যানবাহন বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি যখন চলাচলে সম্পুর্ন অযোগ্য হয়ে পড়ে তখন স্থানীয় জনপ্রতিনিধিরা সামান্য অর্থায়নে রাস্তাটি সংস্কার করলেও কিছুদিন যেতে না যেতেই আবার পূর্বের রুপ ধারণ করে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পুর্ন পিস ঢালাই কেনো আটকে আছে এ সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিরা কোন সদুত্তোর দিতে পারেনি। ভুক্তভোগীরা অচিরেই রাস্তাটি সম্পুর্ন পিচ ঢালাইয়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।