বটিয়াঘাটা প্রতিনিধি : বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবি ধীরেন্দ্র নাথ মন্ডল আর নেই। তিনি গত রবিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া নিজ বসত বাড়িতে ষ্ট্রোক জনিত করনে চিকিৎসাধিন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিঁনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও ওসি তদন্ত উজ্জল কুমার দত্ত সহ পুলিশের একটি চৌকস দল তাঁর মরদেহের প্রতি রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, প্রথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধীমান মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরাঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার, বীরমুক্তিযোদ্ধা নির্মল মন্ডল, বীরমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা পঞ্চানন ঢালী, বীরমুক্তিযোদ্ধা বিধান দত্ত, বীরমুক্তিযোদ্ধা নিশিকান্ত গাইন, বীরমুক্তিযোদ্ধা গৌর পদ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা দিপক মন্ডল প্রমুখ। বেলা ১২টায় তাঁর অন্তষ্ট্যেক্রিয়া ছয়ঘরিয়া মহাশশ্মানে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য তিঁনি পুলিশ সদস্য লিংকন মন্ডল ও ব্যাংক কর্মকর্তা কচ মন্ডলের পিতা।