বটিয়াঘাটার বৃক্ষপ্রেমী সুলতান হালদার আর নেই

প্রকাশঃ ২০২০-০৪-২০ - ১৯:৩৩

খুলনা অফিস : বটিয়াঘাটার বৃক্ষপ্রেমী ঋণ সালিশি বোর্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ হালদার আর নেই (ইন্না—-রাজেউন)। বার্ধ্যক্ষজনিত কারণে তিনি সোমবার বেলা তিনটায় কাতিয়ানাংলা গ্রামে নিজ বাসগৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তার মৃত্যু সংবাদে বটিয়াঘাটা উপজেলাসহ সর্বত্র শোক নেমে আসে। তিনি কৃষিতে একাধিকবার জাতীয় পুরস্কার লাভ করেন। বটিয়াঘাটা উপজেলার সর্বত্রই তার স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন রাস্তার পাশে তালের বীজ রোপন করে বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি সর্বত্রই বলতেন “কলের লাঙগল দুধ দেয় না। তার চামড়া হাড়গোড় নেই। সারের জন্য গোবরও দেয় না। তাই সকলের গরু পালা উচিত।” তিনি নিজের বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চাষ করেন। প্রশাসনের বহু কর্মকর্তা তার বাড়িতে যাতায়াত করতেন। তিনি ছিলেন সাংবাদিক বান্ধব। তাদেরকে সংবাদ দিয়ে বিভিন্ন ভাবে সহায়তা করতেন।
সুলতান আহমেদ হালদার ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবী। তিনি জেলা শিক্ষা কমিটির সদস্য ছিলেন। উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। তাছাড়া বহু শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষই তাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ তাকে চাচা হিসেবে সর্বদাই শ্রদ্ধার আসনে রাখতেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যসন্তান রেখে যান। তাকে শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন স্তরের মানুষ বিবৃতি প্রদান করেন। সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, শেখ আব্দুল হামিদ, আবুহেনা মুক্তি, এসএম ফরিদ রানা, সোহেল রানা, মুহিদুল ইসলাম শাহিন, রেজাউল করিম, তরিকুল ইসলামসহ অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।