বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া কমিউনিটি হেলথ ক্লিনিকের প্রোভাইডার অপু ঘোষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। গত মঙ্গলবার বেলা ১২টায় টালিয়ামারা গ্রামে শোকাহত পরিবারের মাঝে হাজির হয়ে তিনি এ সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাসান,দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম আকুন্ঞ্জী, ইউপি সদস্য বেনজির আহম্মেদ, সহকারী শিক্ষক পলাশ ঘোষ,আলীগনেতা প্রকাশ ঘোষ,মৃতের বড় ভাই আলীগনেতা প্রদীপ ঘোষ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় ইউএনও মোঃ নজরুল ইসলাম অসহায় পরিবারের মাঝে নগদ পনের হাজার টাকা,চাউল,ডাউল, আলু,তেল,চিনি সহ অন্যান্য উপকরণ প্রদান করেন এবং আগামীতে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করে ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন।