বটিয়াঘাটায় করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ

প্রকাশঃ ২০২০-০৩-২১ - ১৩:০৬

খুলনা অফিস : করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম ফরিদ রানার নেতৃত্বে শনিবার বটিয়াঘাটা উপজেলার সুকদাড়া, গাওঘরা, কোদলা, সুন্দর মহল, মঠবাড়ি, বারোআড়িয়া বাজার এবং বটিয়াঘাটা সদরে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ দেবাশীষ মন্ডল, এস এম শাহীন আলম, ডাঃ সুব্রত মন্ডল, অলোক রায়, কাবিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় মন্ডল, এস এম সৌরভ, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শেখ আল আমিন, সুজিত রায়, ইউনুচ শেখ, ফারুখ গাজী, চিন্ময় রায়, মোঃ সাইফুল্লা, বিষ্ণুপদ মন্ডল, নিখিল চন্দ্র মন্ডল, শৈলেন্দ্র নাথ মন্ডল প্রমূখ।
বটিয়াঘাটা উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি, তবে বিদেশ ফেরত বেশ কয়েকজন এলাকায় ফিরলেও তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক অর্পনা বিশ্বাসের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না। চার্টারে কন্ট্রোল রুমের ০১৭৩০-৩২৪৫৯৩ এই নম্বরে কল করা হলে নম্বরটি ব্যবহৃত হচ্ছে বলে অপারেটর থেকে জানায়। অবস্থার দৃষ্টে মনে হয়, উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা সংক্রান্ত বিষয়টিকে গোপন রাখতে চায়।