বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা ডিবি পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় একটি মৎস্য ঘেরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৩০গ্রাম গাঁজা সহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার হাটবাটি গ্রামের মৃতঃ মুজিবর শেখের পুত্র ওদুদ শেখ(৫০) ও কিসমত ফুলতলা গ্রামের প্রদ্যুৎ জোয়াদ্দারের পুত্র অনিক জোয়াদ্দার(১৯)। এ ব্যাপারে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৯নং মামলা দায়ের করেছে।