বটিয়াঘাটায় গ্রিন বেল্ট কর্মসূচীর’র আওতায় বৃক্ষরোপণ

প্রকাশঃ ২০১৯-১১-১৯ - ১৮:৫৮

বটিয়াঘাটা প্রতিনিধিঃ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন কর্মসূচীর’র আওতায় বটিয়াঘাটা উপজেলায় শুরু হয়েছে বৃক্ষরোপণ। সরকারের নির্দেশনায় জেলা প্রশাসকের উদ্যোগে এ কর্মসূচী’র আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ৫০ হাজার করে এক বছরে মোট সাড়ে তিন লক্ষ বৃক্ষ রোপন করা হবে। ইতোমধ্যে উপজেলার জলমা, বটিয়াঘাটা, গঙ্গারামপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে ১ লক্ষ ৩৪ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার গত ২ অক্টোবর শেখ রাসেল ইকো পার্ক গ্রিন বেল্ট কর্মসূচী’র আওতায় বৃক্ষরোপন করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান জানান, উপজেলার পরিবেশ, মাটি ও পানি বিবেচনায় এ অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষরোপণে জোর দেয়া হয়েছে। তিনি আরও জানান এই কর্মসূচী বাস্তবায়নে উপজেলার সকল স্তরের মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে এবং তাঁদের সহযোগীতায় বটিয়াঘাটাকে একটি সবুজ জনপদে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।