বটিয়াঘাটায় জেলা প্রশাসকের খাদ্য উপকরণ বিতরণ

প্রকাশঃ ২০২০-০৩-৩০ - ১৭:৫৩

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন বলেছেন, সারা বিশে^র ন্যায় দেশে করোনা সংক্রামক ছড়িয়ে পড়ায় সরকার লক ডাউন এর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ফলে লক ডাউনের কারনে কোন অভাবী, শ্রমজীবি ও দুঃস্থ মানুষ যাতে খাদ্য কষ্টে না ভোগে সে জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঘরে ঘরে খাদ্য উপকরণ পৌঁছে দিতে এসেছি। তবে সতর্কতা পালন করতে হবে যে, নিজে, পরিবার ও দেশের মানুষকে সংক্রামক এর হাত থেকে বাঁচাতে হলে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে মোটেও বিচরণ করা যাবে না। তিনি গত শনিবার গভীর রাতে বটিয়াঘাটা উপজেলা জলমা ইউনিয়নের মহম্মদনগর, দারোগাভিটা ও মল্লিকের মোড় এলাকায় অসহায় খেঁটে খাওয়া মানুষের বাড়ীতে বাড়ীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রাক্কালে এ কথা বলেন। বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলার চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, থানার ওসি মোঃ রবিউল কবীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, পিআইও এমদাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আশিকুজ্জামান আশিক ইউপি সদস্য কার্ত্তিক টিকাদার, নিভানন গোলদার, বাবুল হোসেন, উপ-পুলিশ পরিদর্শক আহম্মেদ কবীর হোসেন প্রমুখ।