বটিয়াঘাটা প্রতিনিধি : অবশেষে গাওঘরার সেই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা পাকা ইমারত ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। বৃহস্পতিবার বেলা ১ টায় সময় উপজেলা সুরখালী ইউনিয়নের গাওঘরা বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা ও গাওঘরা এলাকার পানি সরবরাহের পাইপ বন্ধ করে পাকা অবৈধ ইমারত গড়ে উঠা কাজের পরিদর্শন করতে যান এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান নিতাই গাইন,পানি উন্নয়ন বোর্ডের এক্সএন কৃষ্ণপদ মন্ডল, প্রসেস সার্ভেয়ার দিলীপ ব্যানাজী ,ইউপি সদস্য বি,এম মাসুদ রানা, ইউপি সদস্য শাহীন মোল্যা, সমাজসেবক মুন্নাফ বিশ্বাস, মোঃ কারিমুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ আকাশ শেখ, সহ স্থানীয় এলাকার শত শত ব্যাক্তিবর্গ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ঐ পাকা ইমারত মালিক শহিদুল ইসলামকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিজ খরচে উক্ত পাকা ইমারত ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। এর পূর্বে গজালিয়া গেটের সংস্কার কাজ পরিদর্শন ও সাদিক সরদারের পানি উন্নয়নের বোর্ডের জায়গার উপর অবৈধ নির্মাণাধীন সারের গোডাউন এবং শেখ হারুন লাইব্রেরী ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। পরবর্তীতে ইউনিয়নের এল,জি,এস,পি ১% এর কাজের পরিদর্শন করেন।