বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

প্রকাশঃ ২০২১-০৩-২৩ - ১৩:০৭

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী সোমবার সকালে উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া, বিশ্বরোড মোড়,আমিরপুর ইউনিয়নের বাইনতলা সহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে তাঁরা স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।ভ্রাম্যমান আদালতদুটিতে এ সময় ১৫ টি মামলায় সর্বমোট সাত হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেন।আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদ্স্যবৃন্দ উপস্হিত ছিলেন।