ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটায় সর্ব-সাধারণের দীর্ঘ প্রায় ৩০ বছরের যাতায়তের পথ ঘেড়া-বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগী এলাকাবাসীর পক্ষে প্রতিকার চেয়ে গত ১০ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলতলা মৌজার বি,আর,এস-১ খতিয়ানের সরকারি খালের উপর দিয়ে প্রায় ৩০ বছর যাবৎ ভূক্তভোগী নিতিশ চন্দ্র রায়ের পরিবার সহ গ্রামে অন্যান্য পরিবার বাড়ি থেকে উক্ত রাস্তা দিয়ে সরকারি মূল রাস্তায় আসা-যাওয়া ও গরু-ছাগল সহ বিভিন্ন মালামাল নিয়ে যাতায়াত করে আসছিল। হটাৎ করে গত ৯ ফেব্রুয়ারী তেঁতুলতলা এলাকার মৃত-নকুল মন্ডলের পুত্র প্রফুল্ল মন্ডল(৬৮) ও তার ২ পুত্র বাসুদেব মন্ডল(বড় পাচু) এবং বসুদেব মন্ডল(ছোট পাচু) মিলে উক্ত সরকারি যাতায়াতের পথ ঘেরা-বেড়া দিয়ে দখল করে নিয়েছে। যে কারণে ভূক্তভোগীর পরিবার সহ গ্রামের সর্ব-সাধারণের যাতায়াত সহ জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। জরুরীর ভিত্তিতে এলাকাবাসী প্রতিকার পেতে সংশ্লিষ্ঠ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।