বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের কারনে অসহায় সম্মানিত কৃষকের সোনার ফসল পাকা ধান দ্বিতীয় দিনের ন্যায় কেটে দিয়েছে বটিয়াঘাটা উপজেলা অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মঙ্গলবার উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের ঝিনাইখালী গ্রামে।
সম্মানিত কৃষক মোঃ হাসান শেখের কষ্টে ফসল করা এক বিঘা পাকা ধান সম্প্রতি হয়ে যাওয়া লাগাতর বৃষ্টির ফলে জমিতে পানি ভরে যায়। পানি ভরা অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ তার সোনার ফসল ধান কেটে দেয় । পরে ঐ কৃষকের বাড়িতে কাটা ধান নেতৃবৃন্দ বয়ে পৌছিয়ে দেয়। উপজেলা অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা এম এম অাজিজুর রহমান রাসেল, ছাত্রনেতা শেখ ইব্রাহিম, মোঃ শফিকুজ্জামান বুলু, ভান্ডারকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগনেতা মোঃ ফরিদ উদ্দীন শান্ত, মোঃ রফিকুল ইসলাম গোলদার, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বাবু, মোঃ অাক্তার শেখ,তাপস কুমার হোড়, মোঃএরশাদ, মোঃ আসাদ, এফতেখার, রাজ্জাক হোসেন, ইউসুফ আলী শেখ, শাফায়েত জামিল, মীর হাবিবুল্লাহ হাবিব, মীর মুসফিক, সাব্বির শেখ, মাশরাফুল শেখ, তামিম মোল্লা
সিয়াম, রাতুল মোল্লা, অভি মোল্লা, শাহরিয়ার রহমান, লিটন সরকার, শফিকুল ইসলাম জনি প্রমুখ।