বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা শান্তিনগর তেঁতুলতলা এলাকায় সোনালী মৎস্য খামরের পাশে মরা কাজিবাছা নদীর নিচ থেকে বোরিং এর মাধ্যমে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট আহমেদ জিয়াউর রহমান বৃহস্পতিবার বেলা ২ টায় এক ভ্রম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক কে ৫০ হাজার টাকা করে ৪ জনকে মোট ২ লক্ষ্য টাকা জরিমানা আদায় ও অনাদায়ে ৩০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। বালু মহল ও মাটি ব্যপস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় শান্তিনগর তেঁতুলতলা এলাকর মৃত করিম খলিফার পুত্র মোঃ বারেক খলিফা(৪৮), একই এলাকার মোফাজ্জেল মুন্সীর পুত্র, মোঃ সোহারাব মুন্সী(৩৩), আকবর আলীর পুত্র মোঃ মামুনূর রশীদ(২৮), ও খুলনা মুসলমান পাড়া এলাকার মশিউর রহমানের পুত্র এস,এম পারভেজ(৪০) কে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ জেল জরিমানা প্রদান করেন।
 
					 
                             
                             
                             
                             
                            