বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা রবিবার বিকাল ৪টায় পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রানী রায়,পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, খাদ্যগুদাম কর্মকর্তা অসীম কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, প্যানেল চেয়ারম্যান বিউটি মন্ডল ও কোডেক এর টেকনিক্যাল অফিসার জেরিন তাসনিন প্রমূখ।সভায় সরকারের খাদ্য সহায়তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায়ে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।