বটিয়াঘাটা থানা মসজিদের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্ধোধন

প্রকাশঃ ২০১৮-১১-২৬ - ১৮:৫৯

বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেছেন, মাদকাসক্ত ব্যক্তি যেমন নিজেকে নিঃশেষ করে দেয় তেমনি পরিবার তথা সমাজকে ধ্বংস করে দেয়। তাই সকলকে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করতে হবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রশাসন ও আইন শৃংক্সখলা রক্ষাকারী বাহিনীর প্রতি নানানমূখী কঠোর দিক নিদের্শনা প্রদান করে চলেছে। সে লক্ষ্যে প্রশাসন, সাংবাদিক ও আইন-শৃংক্সখলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি সোমবার বেলা ১২টায় বটিয়াঘাটা থানা মসজিদের নব নির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। থানার ওসি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) সরদার ইব্রাহীম হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) মোঃ নুর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ সার্কেল) আবদুল্লাহ বিন কামাল, সিনিয়র এএসপি আ ন ম ওয়াসিম ফিরোজ, এএসপি আসমা আক্তার সানিয়া, এএসপি আজমীর হোসেন, এএসপি সালাউদ্দিন খান নাদিম, নির্বাচন কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, এসআই কবীর আহম্মেদ, এসআই আসাদ, এসআই সুকুমার, এএসআই গনপতি সরকার, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক তরিকুল ইসলাম, মানবাধিকারকর্মী সরদার হাফিজুর রহমান সহ গ্রামপুলিশ সদস্যবৃন্দ।