খুলনা অফিস : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) দুপুরে খুলনার খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলসের তিনশত ৭৫ বদলি পাটকল শ্রমিকের মাঝে আট কেজি চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার অসহায়, দুস্থ, নিম্নআয় ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ কারে যাচ্ছে। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, মিল ইউনিয়নের সভাপতি সাহানা শারমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনা, বাগেরহাট ও মাগুরা জেলার ২৪ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান এসব চেক বিতরণ করেন।
 
					 
                             
                             
                             
                             
                            