বানীশান্তা পল্লী থেকে দেড় কেজি গাজাসহ যৌনকর্মি গ্রেফতার

প্রকাশঃ ২০২০-০৮-১২ - ১১:০৪

আজগর হোসেন ছাব্বির, দাকোপঃ দাকোপের বানীশান্তা পল্লী থেকে দেড় কেজি গাজাসহ যৌন কর্মি ডলি গ্রেফতার। মঙ্গলবার গভীর রাতে দাকোপ থানা পুলিশ এক অভিযান চালিয়ে তাকে আটক করে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানায়, বানীশান্তার ৫ নং ওয়ার্ডে যৌনপল্লীতে বেশ কিছুদিন যাবৎ মাদক বেচাকেনা চলছে পুলিশের কাছে এমন খবর আসে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দাকোপ থানার এ এস আই আবু জাফর, এ এস আই মনির হোসেন ও রবিউল ইসলাম, কনেষ্টেবল উদয় কুমার এবং মুক্তার নেতৃত্বে পুলিশের একটি টিম যৌনপল্লীর ডলি বেগম (৬৫) এর ঘরে তল্লাশী করে দেড় কেজি গাজাসহ ডলিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডলি মৃঃ আঃ মান্নানের স্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরসহ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।