বেনাপোলে দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান ইকবাল আটক : মিষ্টি বিতরণ

প্রকাশঃ ২০১৭-১০-৩১ - ২১:২১

রবিউল ইসলাম মিটু, যশোর : বেনাপোলের দুধর্ষ সন্ত্রাসী, বাহিনী প্রধান ইকবালকে পুলিশ অবশেষে আটক করে আদালতে প্রেরণ করেছে। আটকের সময় তার কাছ থেকে ৫শ গ্রাম হিরোইন উদ্ধার করেছে। ইকবাল বেনাপোলের বোয়ালিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন আহম্মেদ জানান,  সোমবার সকালে বেনাপোলের বাহাদুরপুর এলাকার রাজ বেকারীর সামনে থেকে এসআই মনিরুল ইসলাম ইকবালকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার থানায় এসআই  সুজিত কুমার মৃধা তাকে আদালতে সোপার্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ইকবাল সীমান্ত এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিস্ফোরক, হত্যার প্রচেষ্টা, লুটতরাজ, ছিনতাই, চাঁদাবাজী অপহরণসহ ৭টি মামলা রয়েছে। ইকবাল গ্রেফতারী পরোয়ানা নিয়ে পুলিশের চোখ ফাঁকি ঘুরছিল।

এদিকে ইকবাল আটকের সংবাদ ছড়িয়ে পড়লে বাহাদুর, বোয়ালিয়াসহ সীমান্ত এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।  মামলার তদন্তকারী অফিসার এসআই সুজিত কুমার মৃধা তথ্য উদঘাটনের জন্য ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে বলেন, আদালতে রিমান্ড আবেদনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে।