রবিউল ইসলাম মিটু,যশোর : বেনাপোল সীমান্ত থেকে বিজিবি দুটি এয়ার পিস্তল ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হকের নির্দেশনা মোতাবেক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টা ১৫মিনিটের দিকে আন্দুলিয়া বিওপি আড়শিংড়ি পোষ্টে কর্মরত হাবিলদার জুলহাস উদ্দিনের নেতৃত্বে টহল দল আড়শিংড়ি মাঠে অভিযান পরিচালনা করেন। টহল দলের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি প্লাষ্টিকের ব্যাগ ফেলে ভারতে দৌড়ে যায়। ঘটনাস্থল থেকে টহল দল ব্যাগটি তল্লাশী করে ২টি এয়ার পিস্তল ও এক কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গাঁজা চৌগাছা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।