ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান’র ফুলতলা ভুমি অফিস পরিদর্শন

প্রকাশঃ ২০১৭-১১-০৮ - ২০:৩৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ভুমি আপিল বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মোঃ আব্দুল হান্নান বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে। জমির নাম পত্তনের সময় শরিকদের নোটিশের মাধ্যমে অবহিত করা ও সরকারি জমি জবর দখলকারীদের থেকে উদ্ধারে আন্তরিক হতে হবে।
বুধবার সকাল ১০টায় ফুলতলা উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সায়েদ মোহাম্মদ মনজুর আলম, ভুমি আপিল বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) পিংকি সাহা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলার ২০ টি মাধ্যমিক স্কুলের ৫০ জন মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন।