মণিরামপুর : মণিরামপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়েল হোসেন (৩০) নামের এক যুবককে চোরাই ভ্যানসহ আটক করেছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে। আটক জুয়েল যশোর সদর উপজেলার নরেন্দপুর-মাঠপাড়া গ্রামের হারুন-অর-রশিদের পুত্র। গত রবিবার ভোরে উপজেলার চাঁপাকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়। থানার এসআই জহির রায়হান সাংবাদিকরে জানান, জুয়েলকে আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তি অনুযায়ী পরেরদিন সোমবার রাত ১১ টার দিকে মণিরামপুর উপজেলার গাবুখালী বাজারের এক দোকানের পাশ থেকে ১ টি পাইপগান ও ১ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক জুয়েলসহ সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্যান চুরি করে পালানোর সময় গ্রামবাসীর সহযোগীতায় জুয়েলকে হাতে-নাতে আটক করা হয়। থানার ওসি মোকাররম হোসেন জানান, আটক জুয়েলের অন্যান্য সহযোগিদের আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনায় মণিরামপুর থানায় অস্ত্র আইনে ও চুরির ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৮। এ মামলার বাদী হয়েছেন এসআই জহির রায়হান ও তদন্তকারী কর্মকর্তা এসআই তোবারক হোসেন।