মণিরামপুরে প্রতিবন্ধী সংখ্যালঘু পরিবারকে হুমকি : আতঙ্কের মধ্যে পরিবার

প্রকাশঃ ২০১৭-১১-০৯ - ০১:০৭

মণিরামপুর (যশোর) : প্রতিবন্ধী এক সংখ্যালঘু পরিবারের সদস্যরা সন্ত্রাসী হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে। উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামে ওই পরিবারের সদস্যরা বসবাস করেন। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। জানা যায়, খাকুন্দি গ্রামের শচীন্দ্রনাথ মন্ডলের কন্যা বনানী মন্ডল একজন শারিরীক প্রতিবন্ধী। পুত্র জয় (১৪) কন্যা কৃষ্ণা (২) ও স্বামী ক্ষীতিশ চন্দ্র মন্ডলকে নিয়ে বনানী তার পৈত্রিক ভিটায় দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। তার পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে রহস্যজনক কারনে নিখোঁজ রয়েছেন। তার ভিটায় কন্যা বনানী মন্ডল বসবাস করলেও দিনরাত কাটে অজানা আতঙ্কে। স্থানীয় একটি সন্ত্রাসী চক্র বনানী পরিবারের সকলকে খুন-জখম করে এই ভিটা থেকে তাড়িয়ে দখল করে নেয়ার হুমকি দিচ্ছে। সরেজমিন বনানীর ভিটায় গেলে তিনি জানান, তার শরীরের অর্ধেক অংশই অকেজো। এ কারনে সে খুড়িয়ে খুড়িয়ে চলাচল করে। প্রতিবন্ধী হিসেবে সরকারের কাছ থেকে ভাতাও পায়। তার পিতা তাকে নিজ ভিটায় রাখার জন্য পাশের গ্রাম বয়ারখোলার ক্ষীতিশ মন্ডলের সাথে বিয়ে দেয়। এরপর তার দুই’টি সন্তান হলে চারজন মিলে তারা সেখানেই বসবাস করে আসছে। তার অভিযোগ কেশবপুর শানতলা গ্রামের মৃত: আইনুদ্দিন মোড়লের ছেলে হাফিজুর রহমান স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে তাকে স্বপরিবারে খুন-জখম করে ভিটে দখল পূর্বক ভারতে তাড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। এ জন্য তিনি মনিরামপুর থানায় একটি জিডি করেছেন। যার জিডি নং-৭২(১১)১৭। এদিকে বনানীর প্রতিবেশী করুনা মন্ডল (৪০), পারভিন (২৫), তাপস মন্ডলসহ অনেকে জানান, যে কোন মূহুর্তে বনানী মন্ডলের বাড়ি-ঘরে হামলা হতে পারে। স্থানীয় সন্ত্রাসীরা হাফিজুরের পক্ষ নিয়ে এই পরিবারের সদস্যদের হুমকি দিয়ে গেছে। নারায়ণ মন্ডল ও দীপক মন্ডল একই দাবী করে বলেছেন, প্রশাসন কঠোর কোন ব্যবস্থা না নিলে প্রতিবন্ধী এই পরিবারের সদস্যরা বিপদে পড়বে। স্থানীয়দের ধারনা বনানীর পিতার রহস্যজনক নিখোঁজ থাকার পিছনে হাফিজুর গংদের হাত রয়েছে। এই কারনে হাফিজুর গং বনানী মন্ডলকে উচ্ছেদ করার হুমকি চলছে। থানার এসআই রোকসানা প্রতিবন্ধী এই পরিবারের জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।