রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জুয়েল হোসেন (১৯) ও রানা হোসেন(১৯) নামে দুই মাদক সেবিকে ছয় মাসে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মঙ্গলবার সকালে এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা জুয়েল হোসেন ওই এলাকার আয়নাল হোসেন , রাজ হোসেন একই এলাকার আকরাম হোসেনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, ভ্রাম্যমান আদালত অভিযান কালে দেখতে পান জুয়েল হোসেন ও রাজ হোসেন গাঁজা সেবন করছে। এসময় ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়ার সরজমাদি পাওয়া যায়। পরে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের (১৯)৭, ‘ক’ ধারায় ছয়মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
তিনি আরও জানান, অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবীর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।