রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের ফজলু হকের ছেলে হুমায়ুন কবির(৪০) সেচের পাওনা টাকা চাওয়ায় দূর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত অবস্হায় মঙ্গলবার সকালে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালে বাবা ফজলু জানান, হুমায়ুন কৃষি জমিতে পানি দেওয়ার ব্যাবসা সহ চাষের কাজ করেন। একই এলাকার মুক্ত, হাসান ও বাবুর জমিতে পানি দেওয়ার ৩৭শত টাকা হুমায়ুন পেতেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এলাকার মুক্তারের বাড়ির সামনে হুমায়ুন যায়। সেখানে সেটাকা চাওয়াকে কেন্দ্র করে মুক্ত, হাসান, বাবু মিলে হুমায়ুনকে বাশেঁর লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে। এতে তার ডানহাত ভাঙ্গা সহ মাথায় গুরুতর আহত হয়। স্হানিয়রা আহতকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে ওপরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালে জরুরী বিভাগে ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, আহতর মাথায় আঘাত সহ ডানহাত ভাংতে পারে। এক্সরে সহ বিভিন্ন পরিক্ষা দিয়েছি ২৪ঘন্টা পারনা হলে কিছুই বলা সম্ভব না।