যশোর : যশোর এমএম কলেজগেটের সামনে শনিবার রাতে যুবক গুলিবিদ্ধ হওয়ার পর খড়কী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাদক ব্যবসা নিয়ে দ্বন্ধের জেরে ওই গুলির ঘটনা বলে স্থানীয়রা জানিয়েছে। তবে ওই ঘটনায় গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি। জানাগেছে, গুলিবিদ্ধ যুবকের নাম শহিদুল ইসলাম ওরফে সাইদুল (২৮)। তিনি রেলগেট পশ্চিম পাড়ার বিল্লাল খাঁ’র ছেলে। পেশায় একজন ভাঙড়ি ব্যবসায়ী হলেও তিনি মাদক কারবারের সাথে জড়িত। ওই এলাকার সন্ত্রাসী রমজান ও সাগর গ্রুপের প্রতিদ্ব›দ্বী তিনি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি পায়ে হেটে এমএম কলেজের সামনে দিয়ে রেলগেটের দিকে যাচ্ছিলেন। সে সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক তার সামনে এসে দাড়ায় এবং গুলি ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। মোটরসাইকেলের চালক হেলমেট পরা ছিল। বাকি দুইজন হলো খড়কী কলাবাগান এলাকার চিহ্নিত সন্ত্রাসী রমজান ও তার ভাই সাগর। তারা ওই এলাকার মাদককারবারী। মূলত মাদক ব্যবসার অধিপাত্য বিস্তার নিয়ে ওই গুলির ঘটনা বলে ওই এলাকার একাধিক সূত্র জানিয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, সাইদুল গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ওই এলাকার মাদক কারবারীদের মধ্যে উত্তেজনা রয়েছে। সাইদুল গ্রুপের সদস্য এবং রমজান-সাগর গ্রুপের সদস্যরা এই নিয়ে মুখোমুখি হতে পারে। কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার মিয়া রোববার জানিয়েছেন, গুলির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয় নি।