রবিউল ইসলাম মিটু,যশোর : ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যশোরের চাঁচড়া এলাকার কুখ্যাত জাহিদুল ইসলাম সাগর ওরফে চশমা সাগরকে আটক করেছে পুলিশ। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস শোভাকেও ইয়াবাসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের শেখহাটি বাবলতলা এলাকা রেজাউল ইসলাম লিটনের বাড়ি থেকে আটক করা হয়। তারা ওই বাড়িতে ভাড়া থাকেন।
কোতয়ালি থানার এএসআই মনির হোসেন জানিয়েছেন, চশমা সাগরের বাড়ি চাঁচড়া শিব মন্দিরের সামনে। এক সময় মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসাবে তার নাম পুলিশের কাছে ব্যাপক পরিচিত ছিল। ২০০৫ সালে অস্ত্র আইনে দায়েরকরা একটি মামলায় সম্প্রতি তার আদালত ১০ বছরের সশ্রম কারাদ- দেন। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে তার ভাড়াবাড়িতে াভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্ত্রী শোভাকে আটক করা হয়। কিন্তু স্ত্রীর শোভার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তিনি ইয়াবা ট্যাবলেট বিক্রেতা বলে এলাকায় প্রচার আছে।