যশোর অফিস : যশোর কোতয়ালি মডেল থানা ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮শ’ ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামের বর্তমানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলত দিয়া নিষিদ্ধ পল্লীর বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাক আলীর মেয়ে ও নায়েন আলীর স্ত্রী মোমেনা,বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী কবরস্থানপাড়ার আনোয়ারের জমিতে বসবাসকারী কুদ্দুস হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার ও যশোর শহরের রায়পাড়া টিএস প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ এর পিছনে নজর আলীর স্ত্রী পারুল বেগম।
কোতয়ালি মডেল থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাস জানান,মঙ্গলবার তিনিসহ একদল পুলিশ সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উপশহর নিউ মার্কেট হোটেলের সামনে থেকে মোমেনাকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২১০পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপর দিকে,এসআই দেবাশীষ রায়সহ একদল পুলিশ সোমবার রাত পৌনে ১০ টায় শহরের রেলগেট রায়পাড়া টিএম প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ রেলষ্টেশন প্রাইমারী স্কুলের মধ্যবর্তী তিন রাস্তার মোড় থেকে পারুল বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। এছাড়া,চাঁচড়া ফাঁড়ির এসআই জামাল উদ্দিনসহ একদল পুলিশ মঙ্গলবার সকাল সোয়া ৯ টায় চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি সেলিমের দোকানের সামনে থেকে উজ্জল হাওলাদারকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ পিস গোলাপী রংয়ের ইয়াবা উদ্ধার দেখায়। এ ঘটনায় মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।