ফুলতলা (খুলনা) প্রতিনিধি// রাজধানীর খিলগাও উড়াল সেতু সড়কে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফুলতলা বাজারের দুই ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন ফুলতলা বাজারের ভাই ভাই অটো ডোর এন্ড ফার্নিচারস এর স¦ত্ত¡াধিকারী ও আঃ সালামের পুত্র এনতারুজ্জামান (৪৩) এবং ফুলতলা গাড়াখালা গ্রামের অশ্বনী বিশ্বাসের পুত্র ব্যবসায়ী বিধান বিশ্বাস (৪২)।
খিলগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম জানান, শুক্রবার ভোর ৪টার দিকে খিলগাও উড়াল সেতু সড়কে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাদল ও বিধান সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত লরিটি জব্দ এবং লাশ দুটি মর্গে রাখা হয়েছে। নিহত বাদলের স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ব্যবসায়িক কাজ শেষে ঈদের কেনাকাটা করে অপর ব্যবসায়ী বিধানকে নিয়ে বাড়ি ফিরছিলেন।