শারদীয় দুর্গোৎসব ঘিরে নান্দনিকতা আর নতুনত্বে সাজছে মণ্ডপগুলো

প্রকাশঃ ২০১৯-০৯-২৭ - ১৪:১৫
ইউনিক ডেস্ক : শারদীয় দুর্গোৎসব ঘিরে দর্শনার্থীদের নান্দনিকতার ছোঁয়া দিতে নানা বৈচিত্র্যে সাজতে শুরু করেছে কুমিল্লা, নোয়াখালী, কিশোরগঞ্জ ও মাদারীপুরের পূজা মণ্ডপগুলো। পূজার দিন এগিয়ে আসায় ব্যস্ততা বাড়ছে প্রতিমা শিল্পীদের।

আর ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে নতুন করে সাজছে কুমিল্লার মন্দির ও মণ্ডপগুলো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। তুলির আঁচড়ে দেবী দুর্গার সাজ-সজ্জা ফুটিয়ে তুলতে দিন-রাত কাজ করছেন তারা।

এদিকে, নোয়াখালীর ৯টি উপজেলার প্রায় ২শ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় নতুনত্ব আর নান্দনিকতার ছোঁয়া দিতে ব্যস্ত কারিগররা।

বরাবরের মতো চৌমুহনীর দশভূজা মণ্ডপে চলছে ব্যতিক্রমী আয়োজন। দশভূজা ছাড়াও বিজয়া, নবদুর্গা, ত্রিশূল, মঙ্গলা ও মাইজদীর মালঞ্চ, সারদা সঙ্গসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ সাজানো হচ্ছে আর্কষণীয়ভাবে।

কিশোরগঞ্জের বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে সাজ-সজ্জার কাজ। রঙতুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতিনাশিনী দুর্গার অবয়ব। এছাড়া, মন্দির আর মণ্ডপের সামনে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ।

পূজা ঘিরে মাদারীপুরের মণ্ডপগুলোতেও সাজ সাজ রব। এবার জেলার চার উপজেলার প্রায় সাড়ে চারশো মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ।

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।