বিশেষ প্রতিবেদক :
সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘দলবেঁধে’ এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামপুর দক্ষিণপাড়ায় বিকালের দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়া থানার ওসি মো. হুমায়ূন কবির। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বালসাবাড়ি ইসলামপুর গ্রামের হাসমত আলীর ছেলে গোলাম হোসেন (২২) ও একই গ্রামের মানিক মিয়ার ছেলে নুর আলম (২৫)।
তাদের মঙ্গলবার আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
ওসি হুমায়ূন কবির জানান, সোমবার বিকালে মেয়েটি (১১) তার দাদার বাড়িতে চাচার বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ি ফিরছিল ইসলামপুর দক্ষিণপাড়া তাঁত কারখানার কাছে পৌঁছলে আসামিরা তার মুখ বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করেন; তবে তার আগে ওই যুবকরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় রাতে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় দুইজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মেয়েটিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি আছেন, বলে ওসি জানান।