সাতক্ষীরায় ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে গ্রেফতার ২    

প্রকাশঃ ২০২১-০৯-১৪ - ১০:৩৯

বিজ্ঞপ্তি:

সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন গাড়িয়াডাঙ্গা হতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় তাদেরকে ১২২ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট ও ০২ টি সিম কার্ড সহ আটক করা হয়। আটককৃতরা হলো একই উপজেলার চর রহিমপুর গ্রামের বাবুল গাজীর ছেলে মমিনুল ইসলাম গাজী (২২) ও গাড়িয়াডাঙ্গা গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম বিশ্বাস (২৭)।

র‌্যাব-৬ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, খুলনার তাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন গাড়িয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক নজরুল গাজী এর বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।