সেলিম হায়দার, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে এক কেজি গাঁজাসহ মিকাইল হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার ঈশ্বরীপুর সর্দারপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মিকাইল হোসেন ওই গ্রামের কওছার আলী সরদারের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মিকাইল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।